Friday, January 7, 2011

হঠাৎ বৃষ্টি (হঠাৎ বৃষ্টি)

শিল্পীঃ নচিকেতা

ছোট ছোট স্বপ্নের নীলমেঘ
কখনো রোদ্দুর দৃষ্টি-
ছোট ছোট স্বপ্নের নীলমেঘ
কখনো রোদ্দুর দৃষ্টি
জীবনের চাকা গেছে আঁকা-বাঁকা
সৃষ্টি বা অনাসৃষ্টি,
তবু এক মুঠো সুখ ছুঁয়ে গেলে ভাবি
এ যেন হঠাৎ বৃষ্টি।
ছোট ছোট স্বপ্নের নীলমেঘ
কখনো রোদ্দুর দৃষ্টি-
ছোট ছোট স্বপ্নের নীলমেঘ
কখনো রোদ্দুর দৃষ্টি।

কখনো আলো-ছায়ার খেলা
কখনো শুধুই আঁধার-
কখনো আলো-ছায়ার খেলা
কখনো শুধুই আঁধার
কোথাও থামে ভেজা সহনি
কোথাও ফুলের বাহার।
কোথাও চেতনা পাহাড় ভাঙ্গে
কোথাও বিপন্ন কৃষ্টি
তবু এক মুঠো সুখ ছুঁয়ে গেলে ভাবি
এ যেন হঠাৎ বৃষ্টি।
ছোট ছোট স্বপ্নের নীলমেঘ
কখনো রোদ্দুর দৃষ্টি-
ছোট ছোট স্বপ্নের নীলমেঘ
কখনো রোদ্দুর দৃষ্টি।

কখনো হৃদয় ভাঙ্গার খেলা
কখনো সেতু গড়ার-
কখনো হৃদয় ভাঙ্গার খেলা
কখনো সেতু গড়ার
কখনো নিজ নিকতনে মন
কখনো কখনো সবার।
কোথাও চাওয়ার হিসেব মেলে না
কোথাও না পেয়ে সন্তুষ্টি
তবু এক মুঠো সুখ ছুঁয়ে গেলে ভাবি
এ যেন হঠাৎ বৃষ্টি।
ছোট ছোট স্বপ্নের নীলমেঘ
কখনো রোদ্দুর দৃষ্টি-
ছোট ছোট স্বপ্নের নীলমেঘ
কখনো রোদ্দুর দৃষ্টি
জীবনের চাকা গেছে আঁকা-বাঁকা
সৃষ্টি বা অনাসৃষ্টি
তবু এক মুঠো সুখ ছুঁয়ে গেলে ভাবি
এ যেন হঠাৎ বৃষ্টি।
ছোট ছোট স্বপ্নের নীলমেঘ
কখনো রোদ্দুর দৃষ্টি-
ছোট ছোট স্বপ্নের নীলমেঘ
কখনো রোদ্দুর দৃষ্টি।

সমাপ্ত