Friday, January 7, 2011

মায়াবন বিহারিণী (বেডরুম)

শিল্পীঃ সমলতা

মায়াবন-বিহারিণী হরিণী
গহনস্বপনসঞ্চারিণী,
মায়াবন-বিহারিণী হরিণী
গহনস্বপনসঞ্চারিণী,
কেন তারে ধরিবারে করি পণ, অকারণ।
মায়াবনবিহারিনী।

থাক্‌ থাক্‌ নিজমনে দূরেতে,
আমি শুধু বাঁশরীর সুরেতে
থাক্‌ থাক্‌ নিজমনে দূরেতে,
আমি শুধু বাঁশরীর সুরেতে
পরশ করিব ওর প্রাণমন, অকারণ।
মায়াবনবিহারিনী।

চমকিবে ফাগুনের পবনে,
পশিবে আকাশবাণী শ্রবণে
চমকিবে ফাগুনের পবনে,
চিত্ত আকুল হবে অনুখন, অকারণ।

দূর হতে আমি তারে সাধিব,
গোপনে বিরহডোরে বাঁধিব,
দূর হতে আমি তারে সাধিব,
গোপনে বিরহডোরে বাঁধিব,
বাঁধনবিহীন সেই যে বাঁধন, অকারণ॥

মায়াবনবিহারিনী।
মায়াবন-বিহারিণী হরিণী,
গহনস্বপনসঞ্চারিণী,
কেন তারে ধরিবারে করি পণ, অকারণ।
মায়াবনবিহারিনী।
মায়াবনবিহারিনী।
মায়াবনবিহারিনী।
মায়াবনবিহারিনী।
মায়াবনবিহারিনী।
মায়াবনবিহারিনী।
মায়াবনবিহারিনী।

সমাপ্ত