মনের খাঁচায় ছিল বাধা
একটি উড়ন্ত পাখি,
উড়েছে সে তাই দুয়ার খুলিয়া
এ বুকে ব্যথা রাখি।
সে পাখিতে মোর, ছিল প্রাণ বাধা
পেয়েছি এখন সাড়া,
ফিরে এসো পাখি, নইলে যে আমি
হয়ে যাব সর্বহারা।
এতদিন পরে গেল কেন উডে
মনেতে স্থান করে,
নেই কি তার মনে পূর্বের কোন স্মৃতি
দুঃখে মন যায় মরে।।
সমাপ্ত