Thursday, March 25, 2010

১০৭. চাই আর চাই

লেখার সময়ঃ ২৫-০৯-২০০৩, বৃহস্পতিবার, সকাল ০৯.৩০ মিঃ

এ জীবনে তো কিছুই পাই নাই
যা পেয়েছি তা যথেষ্ট নয়,
তাই মন শুধু চাই আর চাই-

কাঙ্গালের ধন চায়-
এ জীবনও শান চাই
সবার উপরে মান চাই,
পরিচয়ে উচ্চ কুল চাই
মাথায় বুদ্ধি-ভর্তি চুল চাই।

আশ্রয়হীন বাড়ী চায়-
আমার দামী গাড়ী চাই
ব্যর্থতা সহ্যের নাড়ী চাই,
উত্তপ্ত যৌবনে প্রেম চাই
আগ্রহী মনে গেম চাই।

কর্মহীন কর্ম চায়-
এমন আলোকিত ধর্ম চাই
জীবনের সঠিক মর্ম চাই,
অবুঝ মনে সঙ্গী চাই
সফল জীবনের ভঙ্গি চাই।

ক্ষমতাহীন ক্ষমতা চায়-
আমিও তাদের সমতা চাই
পৃথিবী জয়ের উদ্দ্যমতা চাই,
লোভী মনে ভুল চাই
জাদুর তৈরি ফুল চাই।

শাসকবর্গ শাসাতে চায়-
দেশটা অতলে ভাসাতে চায়
এমন তাদের কষাতে চাই,
উত্তেজিত মনে অস্ত্র চাই
অনুতপ্ত হলে বস্ত্র চাই।

আসলে সবাই স্বার্থ চায়-
প্রয়োজনে অপ্রয়োজনে অর্থ চায়
এমন তখনই ব্যর্থ হয়,
স্বার্থের জন্য অকর্ম চাই
আবেগী মনে অধর্ম চাই।

তাই বাই বাই কখনো হায় হায়
মনের হাহাকার গাই আর গাই গাই
টানাপড়েনে জীবনটা এই বুঝি যায় যায়।।

সমাপ্ত