Sunday, March 14, 2010

০৫. সাম্য

লেখার সময়ঃ ০৯-০৮-১৯৯৭, শনিবার, সন্ধ্যা ০৬.৩০ মিঃ

জীবিকা-দার জীবিকা করে
পকেটে জমায় অর্থ,
মাথার ঘাম পায়ে ফেলে
এ ঘাম যায়না ব্যর্থ।

এত কষ্টের উপার্জন তাদের
লাগে বড় মিষ্টি,
মোটা অংকের মানুষ বড়াই করে
করে ভেদাভেদ সৃষ্টি।

এই ভেদাভেদ, দুঃখের আগুন
জ্বলে তাদের সুখের ঘরে,
স্বাধীন দেশে পরাধীন গ্লানি
কেমন করে তারা বাস করে?

তবুও তারা স্বপ্ন দেখে
নত না হয় কোন জনে
যত ব্যথা পায় ধৈর্যের সাথে
আঁকড়ে রাখে তাদের মনে।

তারাও তো মানুষ, তবে কেন তারা
রয়েছে হীনতা নিচু,
তাদের এ হীনতা দূর করতে কি মোদের
করবার নাই কিছু?

গড়তে হবে সাম্যের বন্ধন
না পায় যেন কোন ভেদাভেদ ঠাঁই,
সব কিছু ভুলে তবেই হওয়া যাবে
একে অপরের ভাই।।

সমাপ্ত