Saturday, March 13, 2010

২৬. জীবন চলার বাঁকে

লেখার সময়ঃ ২২-১১-২০০১, বৃহষ্পতিবার, সকাল ০৫.০০ মিঃ

জীবন চলার বাঁকে
দেখা হয় যদি কোন ফাঁকে
দৃষ্টি ভরে একটু দেখ আমাকে
আর মিষ্টি করে হেঁসো-

জানিনা কতদিন পরে
দু’চোখে যদি বৃষ্টি ঝরে
এমনটা হেলায় যাই মরে
তুমি একটু ভালবেসো।

জীবনের মাঝে যদি কন দিন
ছুড়ে ফেলে সবাই ভেবে মূল্যহীন
শুধাতে না পারি কারো ভালবাসার ঋণ
তুমি একটু সান্ত্বনা দিও-

হই যদি কখনও উদ্দেশ্য বিমুখ
হারিয়ে ফেলি জীবনের সব সুখ
স্তব্ধ হয়ে যায় আমার এই মুখ
পারলে চেষ্টা করে ফিরিয়ে নিও।

সুখ যদি কখনও আসে জীবনে
অধিকার নিয়ে-এসো কোন ক্ষণে
তুষ্টি পাবে আমার এ মনে
পারলে দিও একটু ছায়া-

মরে যাই যদি কভু চলার পথে
একবার এসো দুটি রক্ত গোলাপ হাতে
দু’ফোটা চোখের জল এনো তুমি সাথে
আর কবরের পাশে বসে করে যেয় দোয়া।।

সমাপ্ত