Sunday, March 14, 2010

২৩. তবে কেন?

লেখার সময়ঃ ১১-১১-২০০১, রবিবার, দুপুর ০২.০০ মিঃ

হৃদয়টা তোমার মোমের তৈরি তো নয়
তবে কেন একটু তাপেই গলে যাবে।
চোখ দুটো তোমার আয়না তো নয়
অপরকে শুধু তোমার প্রতিরূপ দেখবে।

জীবনটা তোমার শিউলি ফুল তো নয়
রাতে ফুটে রাতেই ঝরে যাবে।
চোখ দুটো তোমার, পাহাড় তো নয়
ঝর্ণাধারা শুধু ঝরিয়ে যাবে।

ভাবনাগুলো তোমার খারাপ তো নয়
তবে কেন তুমি খারাপ হবে?
মনের চোখ তোমার অন্ধ তো নয়
তবে কেন তুমি আমায় (বন্ধুকে) কষ্ট দেবে?

সমাপ্ত