Thursday, March 18, 2010

২১. ক্লান্ত মনের ভাবনা

লেখার সময়ঃ ১৫-০৫-২০০১, মঙ্গলবার, রাত ০৮.৩০ মিঃ

অজানা পথ পাড়ি দিয়ে
দূর হতে সে বহুদূরে,
ফিরছি আমি লক্ষ্যহীন পথে
বাধা জাগে মনে বারে বারে।

তবু মনের অতৃপ্ত রবে
অজানা পথ ঘুরে ঘুরে,
কষ্ট লাগে ভাবতে সেসব
ভুল ভাঙ্গে ঘরে ফিরে।

ক্লান্ত পথের ক্ষান্ত ভাবনা
এ হৃদয়টা খায় যে কুঁড়ে,
নির্বাক আমি তাই এ দেহ
ঢুকতে চাই মাটি খুঁড়ে।

পরাজয়ের গ্লানির ভয়ে
মনটা আজ গেছে মরে,
হতাশ মনের প্রতি ক্ষণে তবুও
রয়েছ শুধু তুমি জুড়ে।।

সমাপ্ত