Thursday, March 18, 2010

১২৮. যায় কি?

লেখার সময়ঃ ৩১-০১-২০০৪, শনিবার, রাত ১১.০০ মিঃ

ঘড়ির কাঁটা বন্ধ রেখে
যায় কি সময়কে ধরা?

সেচ দিয়ে নদীর পানিকে
যায় কি শুষ্ক করা?

কুয়াশার কাছে উষ্ণ অনুভব
যায় কি চেয়ে পাওয়া?

প্রার্থনার স্বরে আবেদন করে
যায় কি বদলানো হাওয়া?

বিদায়ের ব্যথায় সান্ত্বনা বাক্যে
যায় কি দুঃখ ভোলা?

পোশাকের নিচে ময়লা ঢেকে
যায় কি স্বাচ্ছন্দ্যে চলা?

ক্ষমতার জোরে অধর্ম দিয়ে
যায় কি ধর্মকে নাড়ানো?

হাজারো কষ্টে জীবনের নষ্টে
যায় কি সঙ্গীকে হারানো?

অর্থ দিয়ে থামিয়ে রাখা
যায় কি মনের জেদ?

জীবনের চাওয়া পূরণ না হলে
যায় কি মনের ক্ষেদ?

বৈঠা ছাড়া নৌকা নিয়ে
যায় কি পাড়ি জমানো?

রাগের বশে সঙ্গীর প্রতি
যায় কি ভালবাসা কমানো?

রং ছাড়া শুধু তুলি দিয়ে
যায় কি ছবি আঁকা?

মা-বাবার শাসনে মনের প্রেম
যায় কি চেপে রাখা??

সমাপ্ত