Saturday, March 20, 2010

০৩. জাতি, ধর্ম ও দেশ

লেখার সময়ঃ ০১-০৮-১৯৯৭, শুক্রবার, দূপুর ০২.০০ মিঃ

বাঁচাতে হবে দেশ ও ধর্ম
থাকতে হবে সুঠম মর্ম
করতে হবে কর্ম
এই পৃথিবীতে-

বাঁচাতে হবে জাতি
জ্বালতে হবে বাতি
ছড়াতে হবে ধর্মের ভাতি
থাকতে হবে জিতে।

বাধা ভেদাভেদ আছে যত
রয়ে যাক আরও শত শত
হতে হবেনা তাদের কাছে নত
একথা যেন সবাই জানে-

হতে হবে হব হত
প্রাণ যাক যাবে কত
থাকবো বীরের মত
বাহির হবো জয়ের সন্ধানে।

দেখতে চায়না কোনও দিক কালো
দেখতে চায় শুধু চারদিকে আলো
জাতি,ধর্ম,দেশ উদ্ধারে লাগিতে হবে চলো
পণ করো এখানে এসে-

বেরিয়ে এসো যত চাষি
ছাত্র, মজুর রাশি রাশি
জাতি, ধর্ম, দেশ ভালবাসি
এসো তোমরা মুক্তি বাহিনীর বেশে।

ভেদাভেদ থেকে দেশটাকে, উদ্ধার করি ছলে
নয়তো বা বলে
বিভিন্ন প্রকার কলা কৌশলে
তবু জয় হতেই হবে-

কাটাইও না সময় পরিহাসে
তাহলে তুমি ডুবে যাবে উচ্ছ্বাসে
এমন দিন যেন কখনো না আসে
অন্ধকারে দেশ ডুবে যাবে তবে।

করিও না কখনো ভয়
হতে হবে যে সংশয়
তাহলে পাওয়া যাবে জয়
দিও না গৃহ-টান-

যেখানে দেখিবে অথই নীর
সংগ্রাম চালাতে মন কর স্থির
হতে হবে যে দুঃসাহসিক বীর
যেহেতু তুমি বাঙ্গালী মুসলিম সন্তান।

যেখানে দেখিবে মরু
সেখানে নাই কোন তরু
সেখানে তোমাকে হতে হবেনা ভীরু
চালাতে হবে অভিযান-

নিরাশ হইও না দিন দিন
হয়ে যেওনা কর্মহীন
সংগ্রাম চালাও চিরদিন
সফল কর জীবনের তান।

আমরা দেখতে চাইনা কি ভোরে
সূর্যটা উঠবে নতুন করে
জীবনের সংগ্রামের রক্তের সাগরে
অন্ধকার মুক্ত দেশের তানে-

নতুন করে ফুল ফুটবে
পবিত্র হয়ে ফল পাকবে
গাছে গাছে পাখিরা ডাকবে
চারদিক মুখর হবে সুখ আনন্দের গানে।

গৃহের সাথে সম্পর্ক কাটি
জাতি, ধর্ম ও দেশের মাটি
করে দিতে হবে খাঁটি
পণ করছি সর্বশেষ-

দেখতে চাই উঠে প্রভাতে
বাধা ভেদাভেদ যত ভেসে গেছে স্রোতে
অন্ধকার সব দূর হবে দেশ হতে
তবে সুপ্রতিষ্ঠিত হবে জাতি, ধর্ম ও প্রিয় দেশ।।

সমাপ্ত