Sunday, March 21, 2010

১১৩. কার জন্য ?

লেখার সময়ঃ ১২-১০-২০০৩, রবিবার, রাত ১০.০০ মিঃ

সুযোগে মনটা যে লুটেনা
নিরুপয়তা যে রটে না
আশার ফুল যে ফোটে না
বেদনার রঙ যে উঠে না
নিঃশ্বাসটা যে টুটে না
কষ্ট প্রহর যে কাটে না
অস্থিরতা যে মিটে না
ইচ্ছার জেদ যে খাটে না
চমৎকার কিছু যে ঘটে না
সুখের স্পর্শ যে জুটে না-
তবে কেন এই হাহাকার
কার জন্য এই দীর্ঘশ্বাস,

নেইতো প্রিয়তমা তবু
মন কেন বারবার বলে
শুধু তমাকে চাই-
তুমি ছাড়া এ জীবনে
দেখা দিবে সর্বনাশ।।

সমাপ্ত