প্রিয়তমা,
তুমি এসো মোর মনে
এসো তুমি বসন্তের ফুল সেজে
এ হৃদয় গহীনে।
মন না দিয়ে তুমি
ছেড়ে চলে গেলে,
আমায় কাঁদালে শুধু
বল কি তুমি পেলে?
এ মনের সাথে-মন মিলিয়ে বল
কি ব্যথা সুপ্ত ঐ মনের আড়ালে,
ছেয়ে গেছে তৃষ্ণা ভরা এমন
ব্যথার কাঁটা জালে।
আমার এ দেহের-প্রতিটি অঙ্গ
শুধু যে তোমারি জন্য
তোমার ঐ রূপ-আমার মনে
কারও সাথে করেনা গণ্য।
পাগল এ মন-শুধু সারাক্ষণ
নেই তার কোন তুল্য,
মন না দাও-তোমাকে ভালবাসার
দিতে পারবে কি মূল্য।।
সমাপ্ত
Friday, March 19, 2010
১১. ভালবাসার মূল্য
লেখার সময়ঃ ৩১-১০-১৯৯৮, শনিবার, রাত ১০.০০ মিঃ