প্রেম? সেতো মরীচিকা-
প্রেম? সেতো বিভীষিকা-
প্রেমের জন্য যুবক-যুবতী
হয়েছে শেষ কত,
প্রেমের জন্য বাবা-মার মাথা
হয়েছে অনেক নত।
প্রেমের জন্য কতটা জীবন
হয়েছে বাজারের পণ্য,
প্রেমের জন্য রক্তের সম্পর্ক
হয়নি অনেক গণ্য।
প্রেমের জন্য আশা-অপেক্ষায়
হয়ে গেছে কেউ শেষ,
প্রেমের জন্য দিয়েছে জীবন
তবু থাকেনি স্মৃতির লেশ।
প্রেম তাইতো মনের যন্ত্রণা
প্রেম তাইতো জীবনের লাঞ্ছনা।।
সমাপ্ত
Friday, March 19, 2010
১১৪. প্রেমের জন্য
লেখার সময়ঃ ১৫-১০-২০০৩, বুধবার, রাত ১২.০০ মিঃ