Tuesday, March 16, 2010

১৪. আজকের ছাত্র

লেখার সময়ঃ ২৫-০৯-১৯৯৯, শনিবার, দুপুর ০১.৩০ মিঃ

পরীক্ষা সামনে-
পড়তে বসে গান ধরেছে,
নিষেধ করবে-
ঘুম যাওয়ার ভান ধরেছে।

পরীক্ষা দেবে?
পরীক্ষাতে পাবে গোল্লা,
ঘুরতে বলবে?
হাটে গিয়ে সে খাবে গোল্লা।

অবস্থা জানবে?
তার বাবার নেইকো বলদ,
পারে কি কিছু?
বলবো তাহলে বিসমিল্লায় গলদ।

শখ কি তার?
বই ছিঁড়ে ফেলা,
কি করে তাহলে?
শুধু গুরুজনকে অবহেলা।

মারবে তাকে?
দেখবে শুধু অট্টহাসি,
আদর করবে?
আসবে তার বড্ড কাশি।

কাজ করাবে?
পাবে তাহলে শুধু ক্ষতি
কি করাবে?
ভবঘুরে ছাড়া নেইকো গতি।

স্কুলে যায় না?
বাড়ি থেকে বের হয়ে যায়,
তারপর কি?
তারপর, পথে বসে সময় কাটায়।

বাড়ি এলে-
বাবা-মার মন আত্মহারা
তার মনটা-
পড়লাম বুঝি কখন ধরা।

বলে কি সবাই-
তাদের ছাত্র
না,
এটা তাদের উপাধি মাত্র।।

সমাপ্ত