ভাববে তুমি আমি কি রকম?
তোমার ভাবনার মতই ভাল নাকি খারাপ?
আমি বলব। যেমনটি ছিলাম-
কিছুটা গরম কিছুটা ঠাণ্ডা
কিছুটা টক কিছুটা ঝাল,
কিছুটা ভারী বা হালকা হয়ে
ঝড়ের মুখে তুলেছি পাল।
আমি সেই আমি আছি
ভালবাসা নিয়ে আড়ালে,
তুমিই সব দ্বিধা ছেড়ে
পাশে এসে দাঁড়ালে।
প্রতিটি মানুষ অন্যের ভালবাসা
চাই শুধু ভুরিভুরি,
স্বার্থ লোভ-বশে কখনও তাই
করে বসে পুকুর চুরি।
পারবে-কি পাল্টাতে আমায়
মুছে দিয়ে সব ঘৃণাগুলি,
অভিজ্ঞতার মাঝপথে জমে
পড়েছে যে মনে ধূলি।
পার যদি তবে “ধন্য তুমি”
এই মন মণিকোঠায় পাবে ঠাঁই,
ঘৃণা যদি হয়-ছেড়ে দিও আমায়
এ জীবনের কোন স্থিরতা নাই।।
সমাপ্ত
Tuesday, March 16, 2010
৮৪. অস্থির জীবন
লেখার সময়ঃ ৩০-১২-২০০২, সোমবার, রাত ১১.০০ মিঃ