ধর্মের পাপ পুণ্যে, খাতাটা হয়েছে পূর্ণ
ভালবাসার হিসাবটা - রয়ে গেছে তাই শূন্য।
ভালবাসার ভাষাটা, বেঁচে থাকার আশাটা
সময়ের চর্কিতে - হয়ে গেছে এই দশাটা।
ভাগ্যের কুটিলতা, কর্মের জটিলতা
করেছে নিঃস্ব - থামিয়েছে সফলতা।
শত মনের শত কথা, জ্বেলেছে চিরব্যাথা
আহত নীরবতা - এনেছে তর্ক প্রথা।
আল্লাহ না বড় রাম? এই তর্কের নেই দাম
ধর্মের বেড়াজালে – ঝরাবো কত সময়ের ঘাম।
দুদিনের দুনিয়া, কৃপণ অকৃতজ্ঞ মন নিয়া
হিসেবের খাতাটা – পূর্ণ করব কি দিয়া।
একজনের পৃথিবী গড়া, করেছে মানুষ এক মোরা
তবে কেন এই হাহাকার – দেয় না তার মনে নাড়া।
দিয়েছে নিয়েছে অনেক কিছু, স্বপ্নগুলো হয়েছে নিচু
মরার মুহূর্তে লড়ব তবু – ছুট-বোনা আর অন্যের পিছু।।
সমাপ্ত
Saturday, March 13, 2010
১২২. আহত শ্লোগান
লেখার সময়ঃ ০৬-১২-২০০৩, শনিবার, রাত ০১.০০ মিঃ