Friday, March 12, 2010

৮১. ব্যর্থ পরিবর্তন

লেখার সময়ঃ ০৩-১২-২০০২, মঙ্গলবার, সকাল ১১.০০ মিঃ

লক্ষ্মী আপু, আর কাঁদিস না
অভিমান করে আর থাকিস না-
একটিবার এসে দেখে যা তুই
তোর প্রতি আমার ভালবাসার সীমানা।

শত দুখেও আর গালি দেব না
শাসনের বাঁধনে আর বাঁধবো না-
তোর ইচ্ছার পা দুটি কখনো
শিকল দিয়ে আর জড়াবো না।

জানা-অজানা কত অপরাধ
করেছি তোর কাছে জমা-
একবার এসে ভালবেসে যা আমায়
আর করে যা হাসিমুখে ক্ষমা।।

সমাপ্ত