আমাদের জীবনে কত অচেনা মানুষ
এসে চির আপন হয়ে যাই,
আবার কখনো কত আপনজন
অকারণেই স্মৃতির পাতা থেকে মুছে যাই।
জীবনের কত কথা, কত স্মৃতি
মনের সুখের স্তূপ কুঁড়ে খাই,
জানিনা কখন কোন অজানা মোহে
প্রতিদিন প্রতিক্ষণে এ জীবনটায় বদলায়।
কোন ক্ষণে কোন রসে, স্বার্থের লোভ-বশে
বাড়িয়ে দেয় শুধু জীবনের অনুতাপ
জীবনের ডানা ভেঙ্গে যায় শেষ ঠিকানায়
যা কিছু বেঁচে থাকে সব যেন অভিশাপ।
সমাপ্ত
Sunday, March 14, 2010
৮৩. শৃঙ্খলাহীন
লেখার সময়ঃ ১৯-১২-২০০২, বৃহস্পতিবার, রাত ১১.০০ মিঃ