ট্রেনের জানালায় উদাস মনে
তাকিয়ে থাকতে ভালবাসি,
আকাশের পানে গোপন কথাগুলো
লুকিয়ে রাখতে ভালবাসি।
জ্যোৎস্না রাতে চাঁদকে দেখে
কবিতা লিখতে ভালবাসি,
জীবনের দ্বারে প্রতিটি ক্ষণে
অজানাকে শিখতে ভালবাসি।
রেল-লাইনের ধারে কুঁড়েঘর দেখে
অনুশোচনায় ভুগতে ভালবাসি,
কঠোর মনের নিন্দাকে হারিয়ে
সংগ্রামে জাগতে ভালবাসি।
কষ্টে হৃদয়ে হাহাকার জাগলে
চোখ দুটো বুজতে ভালবাসি,
রাতের প্রহরে অন্ধকার দেখে
আলো খুঁজতে ভালবাসি।
প্রতিটি কাজে প্রকৃতির মত
আক্ষেপ ছাড়াতে ভালবাসি,
মাঠের ঐ দিগন্তের দিকে চেয়ে
স্বপ্নে হারাতে ভালবাসি।।
সমাপ্ত
Thursday, March 11, 2010
১৩২. ভালবাসি
লেখার সময়ঃ ২৫-০২-২০০৫, বুধবার, সকাল ০৭.১৫ মিঃ