Sunday, March 7, 2010

১৩৪. এতটুকু সুখ

লেখার সময়ঃ ০৯-০৩-২০১০, মঙ্গলবার, সন্ধ্যা ০৭.৩০ মিঃ

যদি তোমার আমায় মনে পড়ে
অবিরাম চোখে কান্না-বৃষ্টি ঝরে
চারদিকে দেখ আষাঢ়ের ঘনঘটা
মনটা জুড়ে চাও সুবিস্তীর্ণ শুঁখছটা
হঠাৎ করে মনের শিকল যায় টুটে
আমায় ভেবো মনে সান্ত্বনার হৃদয়-পটে।।

সমাপ্ত