Spicy Refreshment of Mind @ redchilliesblog.blogspot.com
যদি তোমার আমায় মনে পড়ে অবিরাম চোখে কান্না-বৃষ্টি ঝরে চারদিকে দেখ আষাঢ়ের ঘনঘটা মনটা জুড়ে চাও সুবিস্তীর্ণ শুঁখছটা হঠাৎ করে মনের শিকল যায় টুটে আমায় ভেবো মনে সান্ত্বনার হৃদয়-পটে।। সমাপ্ত