Thursday, March 18, 2010

৮৭. পুতুল খেলার সাথী

লেখার সময়ঃ ০২-০১-২০০৩, বৃহস্পতিবার, সকাল ০৮.৩০ মিঃ

আজ খুব বেশী মনে পড়ে
আমার শৈশব বেলা,

হাজারো স্মৃতির মাঝে জেগে
আর যা মনে হয় তা-
আপু আর আমি দু’জনে মিলে
খেলেছি পুতুল খেলা।

দু’জনে পুতুলের দুটি সংসার
রেখেছি যত্নে তুলে,
করেছি ঝগড়া রাগ-অভিমান
গিয়েছি পরক্ষনে ভুলে।

ভালবাসার বন্ধন বাড়াতে গিয়ে
দিয়েছি পুতুলের বিয়ে-

গাছপাতা-ধুলোর করেছি আপ্যায়ন
আত্মীয়তা করতে গিয়ে,
আবারো কখনো করেছি কান্নাকাটি
পুতুলের মরে যাওয়া নিয়ে।

কান্নার কিযে যাতনা কষ্ট
বুঝি-নিতো আমি আগে,
নিষ্ঠুর বাস্তবতায় আপু মরেছে
মনে আজ শিহরণ জাগে।

শৈশবের সেই পুতুলখেলা তাই
বারবার মনেতে আসে,
যন্ত্রণার জ্বালায় ছুটোছুটি করি
আর অবিরাম জলের ঝর্ণাধারায়
দুটি চোখ জলে ভাসে।।

সমাপ্ত