Thursday, March 25, 2010

৯৮. ভুল করিনি প্রিয়া (অনূকরন কবিতা)

লেখার সময়ঃ ২২-০৩-২০০৩, শনিবার, সকাল ১১.০০ মিঃ

ঠিক যেন এক কুয়াশা-ঘন রাতে
আবছা আবছা দেখেছিলাম
না ভুলতে পারা মুখখানি,
মেঘে ঢাকা চাঁদের মত
তোমাকে চিনতে ভুল করিনি প্রিয়া
ভুল করিনি তোমায় ভালবেসে।

সারারাত্রি নিজেকে সাজিয়েছি
ভালবাসার রক্ত-লাল মুক্তোর দানায়-

কিন্তু সময় স্রোত ভেসে গেছে
সকাল বেলা সূর্যের কাঁচা-রোদে,
রক্তি-রাঙ্গা অশ্রু ফেলে চোখ
বিবর্ণ হয়েছে দুপুরের আগেই
আর ভাবনার আড়ালেই হারিয়েছে
গোধূলির শেষ রক্তিম রংটুকু।

সুখের আশায় ভালবেসে তোমায়
সুখতরী ডুবেছে কাছে না পেয়ে-

আজ মনে বিষাদের লাল রঙ
মেঘ হয়ে জমেছে নীল আকাশে,
হারানোর পালা আঁধারের বুকে
নিজেকে করেছে অনুভূতিহীন,
তবুও আমি ভুল করিনি প্রিয়া
ভুল করিনি তোমায় ভালবেসে।।

সমাপ্ত