অভিশপ্ত জীবন আর আবেগী বাসনা
বনবাসী মন আর অতৃপ্ত কামনা-
মিথ্যের জয় আর না রাখা কথা
সন্তানহীন দুঃখ আর বুকে তীর গাঁথা-
সুখের গ্রহণ আর তুষের আগুন
ছায়াহীন আশ্রয় আর মধ্যবেলার ফাগুণ-
মাতাল হাওয়া আর মিথ্যে-বলা মুখ
উত্তাল জোয়ার আর অহংকারের সুখ-
অন্ধকার আকাশ আর আড়িপাতা কর্ণ
হিসাবশুন্য খাতা আর ভেজাল-মেশা স্বর্ণ-
ভিখারির দেনা আর মাথা-হীন দেহ
ডানাভাঙা পাখি আর অখাদ্যের লেহ-
অবিশ্বাসের ঋণ আর অকর্মের ফল
বুকভরা ব্যথা আর চোখভরা জল-
ব্যর্থতার দাম নিয়ে শত শত নাম
জীবনের সব ভুল আর ভালবাসার পরিণাম।।
সমাপ্ত
Tuesday, March 23, 2010
১০৯. পরিণামের বহুরূপতা
লেখার সময়ঃ ২৯-০৯-২০০৩, সোমবার, সকাল ১০.০০ মিঃ