Tuesday, March 23, 2010

১০৮. মাঝে তুমি

লেখার সময়ঃ ২৬-০৯-২০০৩, শুক্রবার, দুপুর ০২.৩০ মিঃ

দিনের মাঝে রাত
রাতের মাঝে আমি
আমার মাঝে স্বপ্ন
স্বপ্নের মাঝে তুমি,
তোমার মাঝে মন
মনের মাঝে আশা
আশার মাঝে জীবন
জীবনের মাঝে ভালবাসা,
ভালবাসার মাঝে নীড়
নীড়ের মাঝে চাওয়া
চাওয়ার মাঝে অস্থিরতা
অস্থিরতার মাঝে পাওয়া,
পাওয়ার মাঝে সুখ
সুখের মাঝে ভালো
ভালোর মাঝে সার্থকতা
সার্থকতার মাঝে আলো,
আলোর মাঝে জীবনধারা
ধারার মাঝে কান্না-হাসি
কান্না-হাসির মাঝে বলছি
শুধু তোমায় ভালবাসি।।

সমাপ্ত