Wednesday, March 31, 2010

৯৫. অকারণে

লেখার সময়ঃ ০৫-০২-২০০৩, বুধবার, রাত ০৮.০০ মিঃ

নীল রঙের ছোঁয়ায়-নীল তুলিতে
এঁকেছ এক ছবি, সে নয়তো কেহ
আমার এই দেহ।

উদার মনের ভালবাসা দিয়ে
সাজিয়েছিলে কেন কিছুক্ষণ?
আমার এই মন।

ভালবাসার জালে জড়িয়ে ধরে
করেছিলে কেন সব নষ্ট?
আমার যত কষ্ট।

মিথ্যে তুমি-ছলনা করে তাই
করে দিয়ে গেলে একা,
দিলে তুমি আমার ধোঁকা।।

সমাপ্ত