শতশত মুখের ভিড়ে
ক্রান্তি মনে ভর করে
আজও যারে খুঁজে ফিরি,
ঘুমের ঘোরে স্বপ্নে আসে
মনটা স্বর্গে যায় যে ভেসে
ঘুম ভাঙ্গলে কষ্টে মরি।
জীবনের মানে এই কি
নিয়ম বাধন কোন নাই কি
অকারণে কারো পথ দেখা,
আবেগ হারিয়ে গেলে
ভালবাসা যায় ডানা মেলে
বেঁচে থাকে এদেহ একা।
যদিওবা কেউ কোনদিন
ভালবাসা দেয় সীমাহীন
ভর করে বসে মাথাতে,
পাহাড়টা ডিঙ্গিয়ে যায়
আগুন সেতো কিছু নয়
কষ্ট পাইনা কোন ব্যথাতে।
এ কেমন জীবন
ভাবি আমি সারাক্ষণ
কেন এমন রঙ বদলায়,
তাইতো মনের দুটি চোখে
যন্ত্রণার স্রোত বেঁধে বুকে
সময়ের কাছে কোন চাওয়া নাই।।
সমাপ্ত
Tuesday, March 30, 2010
৯৪. কোন চাওয়া নাই
লেখার সময়ঃ ০৪-০২-২০০৩, মঙ্গলবার, সকাল ১০.৩০ মিঃ