Tuesday, April 20, 2010

৮৬. হারলো কোথায়?

লেখার সময়ঃ ০২-০১-২০০৩, বৃহস্পতিবার, সকাল ০৮.০০ মিঃ

স্মৃতির আড়ালে হারিয়ে গেল
আমার উনিশটি বছর,
হারালোনা তবু মনকষ্ট যত
রয়েছে বুকের ভিতর।

হারালো কোথায়-শৈশব সেই
খেলেছে পুতুল খেলা,
কখনো নদীতে মাছ ধরতে
কাটিয়ে দিয়েছি বেলা।

গ্রীষ্মের দুপুরে মধ্য পুকুরে
কেটেছি কত সাঁতার,
বর্ষার ধারায় ভিজেছি কখনো
বাকীটা সময় ঘরের ভিতর।

শরৎকালে কাশফুল তুলেছি
গেঁথেছি শিউলির মালা,
শীতকালে রস-মুড়ি খেয়ে
করেছি আগুন নিয়ে খেলা।

জাম, শসা, কুল বরবটি
করেছি কত চুরি,
কখনো দুষ্টুমিতে ক্ষেপিয়েছি লোকজন
সারাটি গ্রাম-জুড়ি।

বানিয়েছি কত কলাগাছের ভেলা
ভাসিয়েছি নদীর বাঁকে,
আম কুড়ায়ে ভরেছি বস্তা
ভয় পাইনি ঝড়ের ডাকে।

বুড়ি, গোল্লাছুট, কানামাছি ভোঁ
খেলেছি সবাই মিলে,
গাছের উপরে বসা পাখিটাকে
ফেলেছি মেরে এক ঢিলে।

হোঁচট খেয়ে হাঁটতে শিখেছি
মা-বাবার হাত ধরি,
আপুর হাত ধরে গিয়েছি স্কুলে
দিয়েছি এই হাতে খড়ি।

স্কুল ছেড়ে পালিয়েছি দু’জনে
ভেঙ্গে নিয়ম বাঁধন,
বুদ্ধি খাটিয়ে পড়লে ধরা
করেছে মা-বাবা শাসন।

হারালো কোথায়-আপু আমার
ছিল যে সকল খেলার সাথী,
সুখে-দুঃখে যে সঙ্গী ছিল
একবার ফিরে আসতো যদি।

নিয়ে গেছে সে শৈশব আমার
জীবনকে দিয়ে গেছে একাকীত্ব,
মনেতে জমেছে কষ্টের পাহাড়
সঙ্গী হয়ে আজ আমার নিত্য।।

সমাপ্ত