Monday, March 29, 2010

১৩১. জেগে ওঠার অপেক্ষায়

লেখার সময়ঃ ০৯-০৮-২০০৪, সোমবার, সকাল ০৮.০০ মিঃ

খোলা দুটি চোখ মেলে প্রহর গুনি
ঘুমের ঘোরে নূপুরের আওয়াজ শুনি
মনেতে ভর করে বোবা কান্না
কোন সুদূরে – সেই স্বপ্নের রানী
------------সেতো জানিনা।

নূপুরের ধ্বনিতে যেন ইশারায় ডাকে
মেঘের আড়ালে ঐ সুখরাজ্যের বাঁকে
দেহতে ভর করে অসহনীয় ভার
হৃদয়ে হাহাকার – চিৎকার করে বলে
------------সখি তুমি কার?

জীবনের অদৃষ্টে কপালের রেখা ধরে
দিন মাস কাটানো এক পলকের ঘোরে
বিশ্বাসে ভর করে পাব তোমায় মানি
হঠাৎ একদিন এসে ঘুম ভাঙ্গাবে
------------সে কথাটি জানি।।

সমাপ্ত