Sunday, March 28, 2010

৯৩. ভালবাসার পাখি

লেখার সময়ঃ ১৪-০১-২০০৩, মঙ্গলবার, রাত ০১.০০ মিঃ

আমি মুক্ত, আমি স্বাধীন-
অনুকূলে বয়ে যাওয়া জীবন নিয়ে
দুটি হাত-পায়ে শিকল জড়ায়ে
হতে চাইনা কারো অধীন।

বন্ধুত্বটা আমার জীবনের মাঝে
সীমাহীন একটা সৌর-আকাশ,
আর উপভোগ্য মুক্ত উপাদান
সৃষ্টিধারার অজস্র আলোবাতাস।

যেখানে আমার নিত্যসঙ্গী
সুখ-দুঃখ, হাসি-কান্না,
কখনো উপভোগ্য ছলনার খেলা
নেই আবার ভালবাসার সীমানা।

বৃষ্টি হয়ে কাঙ্ক্ষিত ধারা
জড়িয়ে নিই দু’হাত মেলে,
সূর্য তাপের অনুভবেও
যাইনা নিজের অস্তিত্ব ভুলে।

অসীম নিরাশার প্রান্ত ছুঁয়েও
নির্ভীক এমনের বিচরণ,
তাইতো শীতল খাঁচা পেলেও
চাইনা দিতে মনে আভরণ।

চাইনা আবার ঘুড়ি হয়ে
পিছুটান রেখে উড়তে,
খেলনা হয়ে সারাটি জীবন
কষ্ট-দগ্ধ হয়ে পুড়তে।

বেদনা-হতাশা অবহেলার মাঝে
যদি ভরে উঠে আঁখি
সেখানেই খুঁজে দেখ-পাবে আমাকে
আনন্দে ভরে দেয়া ভালবাসার পাখি।।

সমাপ্ত