Saturday, March 27, 2010

৯৬. বুঝে নিও

লেখার সময়ঃ ২৮-০১-২০০৩, শুক্রবার, সকাল ১০.০০ মিঃ

হে মানবী, বুঝিতে কি চাও
শিহরিত হতে চাও হয়ে বন্ধুহারা,
মিথ্যের বেড়াজালে জড়িয়ে পড়ে
থাকা কি যায় বন্ধুত্বের স্মৃতি-ছাড়া,
সাম্যের পাল্লায় দাঁড়িয়ে কি যায়
অনুতপ্ত মনে বাঁচতে পারা।

তাই মহৎ গর্ব লুকিয়ে রেখে
নিয়তির বাধনে বেধনা তোমার মন,
ভালবাসার রাজপথ বন্ধ রেখে
জেদের আড়ালে বেধনা তোমার স্বপন,
শত কল্পনার মাঝেও বুঝে নিও
কতটা উদার সেই বন্ধুত্বের বন্ধন।।

সমাপ্ত