কষ্ট আহা কষ্ট –
জীবনটায় হবে নষ্ট,
সাগরটা পেরিয়ে এসে
কিনারায় হব পথভ্রষ্ট।
ছন্দটা যাবে মিলিয়ে -
ভালবাসার সুর বিলিয়ে,
সুখের খেয়ায় ভাসিয়ে তোমায়
কষ্ট-স্মৃতি যাবো ভুলিয়ে।
সুখগুলো হারিয়ে যাবে –
ব্যথাগুলো কুঁড়ে খাবে,
নিঃশ্বাসটা ফুরিয়ে গেলে
তুমি ভাবনামুক্ত হবে।
হবে তোমার কষ্টের শেষ –
ভাঙ্গবে আমার স্বপ্নের রেশ,
কাটবে এ জীবনের প্রয়োজনে
তোমাকে চিরতরে পাবার লেশ।
সমাপ্ত
Tuesday, February 26, 2013
১২৯. কষ্ট তবুও...
লেখার সময়ঃ ০৩-০২-২০০৪, মঙ্গলবার, রাত ১০.০০ মিঃ