Thursday, January 13, 2011

অন্তবিহীন পথ চলাই জীবন

শিল্পীঃ নচিকেতা

অন্তবিহীন পথ চলাই জীবন
শুধু জীবনের কথা বলাই জীবন-
অন্তবিহীন পথ চলাই জীবন
শুধু জীবনের কথা বলাই জীবন।
জীবন প্রসব করে চলাই জীবন-
জীবন প্রসব করে চলাই জীবন
শুধু যোগ বিয়োগের খেলাই জীবন।
অন্তবিহীন পথ চলাই জীবন
শুধু জীবনের কথা বলাই জীবন-
অন্তবিহীন পথ চলাই জীবন
শুধু জীবনের কথা বলাই জীবন।

শুধু সূর্যের পানে দেখাই জীবন,
জীবনকে ভোগ করে একাই জীবন-
শুধু সূর্যের পানে দেখাই জীবন,
জীবনকে ভোগ করে একাই জীবন
একই কক্ষ্যপথে ঘোরাই জীবন
স্বপনের সমাধি খোড়াই জীবন
মনের গোপন ঘরে-
মনের গোপন ঘরে, যে শাপদ ঘর করে,
তাকেই লালন করে চলাই জীবন।
অন্তবিহীন পথ চলাই জীবন
শুধু জীবনের কথা বলাই জীবন-
অন্তবিহীন পথ চলাই জীবন
শুধু জীবনের কথা বলাই জীবন।

ফুটপাথে বেওয়ারিশ শিশুরা জীবন,
রাম, ইসলাম আর যিশুরা জীবন-
ফুটপাথে বেওয়ারিশ শিশুরা জীবন,
রাম, ইসলাম আর যিশুরা জীবন
অষুধের বিষপান করাই জীবন
চিকিৎসাহীন হয়ে মরাই জীবন।
যে মেয়েটা রোজ রাতে-
যে মেয়েটা রোজ রাতে, বদলায় হাতে হাতে,
তার অভিশাপ নিয়ে চলাই জীবন।
অন্তবিহীন পথ চলাই জীবন
শুধু জীবনের কথা বলাই জীবন-
অন্তবিহীন পথ চলাই জীবন
শুধু জীবনের কথা বলাই জীবন।

প্রতিবাদ প্রতিরোধে নামাই জীবন,
লক্ষ্যে পৌঁছে তবে থামাই জীবন-
প্রতিবাদ প্রতিরোধে নামাই জীবন,
লক্ষ্যে পৌঁছে তবে থামাই জীবন
স্বপ্নের বেচা কেনা করাই জীবন
দেয়ালে ঠেকলে পিঠ লড়াই জীবন,
প্রতিদিন ঘরে ফিরে-
প্রতিদিন ঘরে ফিরে, অনেক হিসেব করে,
‘এ জীবন চাই না’, তা বলাই জীবন।
অন্তবিহীন পথ চলাই জীবন
শুধু জীবনের কথা বলাই জীবন-
অন্তবিহীন পথ চলাই জীবন
শুধু জীবনের কথা বলাই জীবন।
জীবন প্রসব করে চলাই জীবন,
জীবন প্রসব করে চলাই জীবন
শুধু যোগ বিয়োগের খেলাই জীবন।
অন্তবিহীন পথ চলাই জীবন
শুধু জীবনের কথা বলাই জীবন-
অন্তবিহীন পথ চলাই জীবন
শুধু জীবনের কথা বলাই জীবন।
অন্তবিহীন পথ চলাই জীবন
শুধু জীবনের কথা বলাই জীবন..

সমাপ্ত