নারীর ঐ পদ
নরের আনে বিপদ।
নারীর ঐ হাঁটু
নরকে করে খাট।
নারীর ঐ কোল
সেটাই সৃষ্টির ভুল।
নারীর ঐ দেহ
তাতেই নরের কেহ।
নারীর ঐ বুক
নরের মনের ধুকধুক।
নারীর ঐ হাত
নরের মরণ ফাঁদ।
নারীর ঐ বাহু
নরের কমায় আয়ু।
নারীর ঐ গলা
নরের মনের জ্বালা।
নারীর ঐ রূপ
নরের জন্য কূপ।
নারীর ঐ মুখ
আনে শুধু দুঃখ।
নারীর মুখের হাসি
নরের গলায় ফাঁসি।
নারীর ঐ নাক
মৃত্যুর যেন ডাক।
নারীর ঐ আঁখি
নরকে দেয় ফাঁকি।
নারীর ঐ চুল
কেউ করোনা ভুল।।
সমাপ্ত
Tuesday, March 23, 2010
১২. নারীর কাছে নর
লেখার সময়ঃ ০৭-১১-১৯৯৮, শনিবার, রাত ১০.০০ মিঃ