Saturday, March 2, 2013

০৪. জীবন

লেখার সময়ঃ ০৬-০৮-১৯৯৭, বুধবার, বিকাল ০৫.০০ মিঃ
জীবন, তোমার বসবাস কোথায়? তুমি কে?

তুমি কি আমার দেহের মাঝে লুকিয়ে আছো অন্তরে?
না লুকিয়ে আছো সবার মাঝে পুণ্য কাজের সম্ভারে?

আমি নদী আর তুমি কি সেই ভেসে যাওয়া কচুরিপানা?
নাকি আমি পক্ষীকুল আর তুমি সেই তার ডানা?

তুমি কি সেই আমাদের মাঝে চলন্ত জ্ঞানের ধারা?
নইলে কি তুমি সবার মত রয়েছ দিশেহারা?

বল না তুমি, পরিচয় তোমার আছে যে।

জানি শুধু এটুকু যে, তোমার নাই কোন ক্ষয়।

তুমি সেই সবার মাঝে দুঃখ আর যন্ত্রণা,
তা না হলে খুশির জোয়ার, সবার সুখ ও সান্ত্বনা।

তুমি রয়েছ আমার মাঝে, নই তো কোন ভিন্ন,
জানতে পেরেছি এই একত্রতা হয় নাতো ছিন্ন।
করতে গেলে সর্ব জয়, তাই জীবনের পরিচয়।।

সমাপ্ত