Thursday, June 10, 2010

আমি যদি বাবা হতাম, বাবা হত খোকা

কবিঃ কাজী নজরুল ইসলাম
আমি যদি বাবা হতুম,
বাবা হত খোকা,
না হলে তার নামতা,
মারতাম মাথায় টোকা।

রোজ যদি হত রবিবার!
কি মজাটাই হত যে আমার!

কেবল ছুটি! থাকত নাক নামতা লেখা জোকা!
থাকত না কো যুক্ত অক্ষর, অংকে ধরত পোকা।

সমাপ্ত