কবিঃ কাজী নজরুল ইসলাম
আমি চিরতরে দূরে চলে যাব তবু
আমারে দেবনা ভুলিতে,
আমি বাতাস হইয়া জড়াইব কেশ
বেনী যাবে যবে খুলিতে।।
তোমার সুরের নেশায় যখন
ঝিমাবে আকাশ কাঁদিবে পবন
রোদন হইয়া আসিব তখন তোমার বক্ষে দুলিতে।
আসিবে তোমার পরমোৎসবে
কত প্রিয়জন কে জানে,
মনে পড়ে যাবে কোন
সে ভিখারী পায়নি ভিক্ষা এখানে।
তোমার কুন্জ্ঞ পথে যেতে হায়
চমকি থামিয়া যাবে বেদনায়
দেখিবে কে যেন
মরে মিশে আছে তোমার পথের ধুলিতে।
সমাপ্ত