Tuesday, November 2, 2010

মাদক

কবিঃ আল মাহমুদ
নিকোটিনের গন্ধ যখন,
ডাকল আমায় ভাই।
গিয়ে আমি অবাক হলাম,
চমকে উঠলাম তাই।
শত শত যুবক যখন
হাঁটে সড়ক পথে
নামি দামি সিগারেট
থাকে তখন তাদের ঠোঁটে।
কেউবা টানে সখের ঘোরে
কেউবা টাকার জোরে।
কারো আবার টাকার অভাব
তাতে কি যায় আসে।
হতাশা আর ব্যর্থতা যাদের
তাদের কথা হলো
সিগারেটই জীবন আমার
বেঁচে থাকার আলো।
মানুষ মাদক খায়না বন্ধু
মাদকই খায় মানুষ।
দুঃখ তাতে পুড়ে নাকো
জীবন পুড়ে যায়।
মাদক ফেলে এসো সবাই
হাতে হাত ধরি
মানব সেবার শপথ করে
নতুন জীবন গড়ি।

সমাপ্ত