Monday, April 4, 2011

কৌতুক নং - ০১৬

ধরনঃ ছাত্র-ছাত্রীদের কৌতুক

ক্লাসে টিচার বাংলা পড়াচ্ছেন-বাচ্চারা, 'নিঃসন্দেহে' শব্দটি দিয়ে একটি বাক্য বল তো দেখি।
প্রথম জন-ম্যাডাম, আকাশ নিঃসন্দেহে নীল।
টিচার-হল না, আকাশ যখন মেঘলা থাকে, তখন আকাশের রঙ বদলে যায়।
দ্বিতীয় জন-ম্যাডাম, ঘাস নিঃসন্দেহে সবুজ।
টিচার-উঁহু, অনেকদিন রোদ কিংবা জল না পেলে ঘাস বিবর্ণ হয়ে যায়।
এবার তৃতীয় জন উঠে দাঁড়াল এবং প্রশ্ন করল-ম্যাডাম, পাদের কি ঝোল হয়?
-কী???
-মানে, পাদের কি ঝোল হয়?
-না!
-তাহলে আমি 'নিঃসন্দেহে' হেগে দিছি।